নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান
আমরা অনেকেই আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে ইনডেক্স না হওয়ার
সমস্যায় ভুগি। নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান নিয়ে
এখন আমরা এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব এবং ইনডেক্স না হওয়ার সকল
সমস্যা সমাধান করবো।
তাই আপনি যদি আপনার ওয়েবসাইটের পোস্টগুলো থেকে গুগলের মাধ্যমে অর্গানিক ট্রাফিক
চান তাহলে এই আর্টিকালটি আপনার জন্য। কারণ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা
জানবো গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কারণ এবং সকল সমাধান।
পোস্ট সূচীপত্রঃ নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান
- নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান
-
গুগলে বা সার্চ ইঞ্জিনে পোস্ট ইনডেক্স মানে কি
- গুগল সার্চ ইঞ্জিনে ক্রলিং কি
-
গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করা
-
গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কিছু কারণ
- ওয়েবসাইটের robots.txt ফাইল জনিত সমস্যা ও সমাধান
- নোইনডেক্স ট্যাগ জনিত সমস্যা ও সমাধান
-
ওয়েবসাইটের সাইট ম্যাপ জনিত সমস্যা ও সমাধান
-
পোস্ট ইনডেক্স হচ্ছে কিনা তা যাচাই করার উপায়
- শেষ কথাঃ নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান
নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান
নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান নিয়ে এখন আমরা
আলোচনা করব। আমরা সকলে চাই আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে র্যাঙ্ক
করাতে। গুগলের র্যাঙ্ক করার মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনে আমাদের
পোস্টগুলো সবার শীর্ষে অবস্থান করবে এবং ফলস্বরূপ আমরা আমাদের ওয়েবসাইটে
অনেক বেশি ভিজিটর বা অর্গানিক ট্রাফিক পাবো। কিন্তু আমাদের পোস্টগুলো যদি
গুগলে ইনডেক্স না হয় তাহলে সেটা যেমন গুগলে র্যাঙ্ক করবে না তেমনি সার্চ
ইঞ্জিনও খুঁজে পাওয়া যাবে না। তাই নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে পোস্ট
ইনডেক্স না হওয়ার কারণ এবং সমাধান সম্পর্কে আমাদের অবশ্যই জানতে
হবে।
নতুন ওয়েবসাইট হিসেবে বেশ কিছু কারণে আমাদের পোস্টগুলো অনেক সময় গুগলে
ইনডেক্স হয় না। গুগলে পোস্ট ইনডেক্স করার জন্য অবশ্যই আমাদের কিছু বিষয়ে
খেয়াল রাখতে হবে। গুগলে যেসব কারণে পোস্ট ইনডেক্স হয় না সেগুলোর
মধ্যে অন্যতম কিছু কারণ হলো robots.txt ফাইল। আমাদের ওয়েবসাইটের robots.txt
ফাইলে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে গুগল ক্রলার আমাদের
ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের পোস্টগুলো ইনডেক্স করতে পারবেনা যদি
আমাদের robots.txt ফাইলে Disalllow লেখা থাকে তাহলে আমাদের
ওয়েবসাইটের পোস্ট সহ কোন কিছু ইনডেক্স হবে না। তাই আমাদের robots.txt
ফাইলটি পরীক্ষা করা উচিত এবং দেখা উচিত কোন পেইজ ব্লক করা আছে কিনা।
আবার নোইনডেক্স ট্যাগ অর্থাৎ আমাদের ওয়েবসাইটের পোস্টের <head>
সেকশনে যদি <meta name="robots" content="noindex"> থাকে তাহলে সেই
পোস্ট বা পেজটি আমাদের গুগলে ইনডেক্স হবে না। তাই আমাদের
<head> সেকশনে যেন নোইনডেক্স ট্যাগ না থাকে তা নিশ্চিত
করতে হবে আবার আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ সঠিকভাবে যুক্ত না করার জন্য অনেক
সময় পোস্টগুলো ইনডেক্স হয় না তাই আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ
যেন সঠিকভাবে যুক্ত থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
এই কয়েকটি প্রধান কারণ ছাড়া বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে আমাদের
পোস্টগুলো গুগলে ইনডেক্স হয় না। যেমন কম কনটেন্ট
অথবা ডুপ্লিকেট কনটেন্ট। আমাদের ওয়েবসাইটে যদি খুবই কম পরিমাণ
কনটেন্ট থাকে এবং সে কনটেন্ট গুলো যদি ডুপ্লিকেট কনটেন্ট হয় তাহলে গুগল
সেগুলোকে ইনডেক্স করায় না বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করায় না।
এছাড়াও আমরা যদি আমাদের পোস্টগুলোতে এআইের সাহায্য নিয়ে থাকি
তাহলেও সে পোস্টগুলো গুগলে ইনডেক্স বা র্যাঙ্ক হয় না। তাই নতুন ওয়েবসাইট
হিসেবে আমাদের উচিত উন্নত এবং মানসম্পন্ন কনটেন্ট লেখা এবং অন্য কোন জায়গা
বা এআই থেকে যেন কোন কন্টেন্ট কপি না করি সেদিকে লক্ষ্য রাখা।
গুগলে বা সার্চ ইঞ্জিনে পোস্ট ইনডেক্স মানে কি
গুগলে বা গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে পোস্ট ইনডেক্স হাওয়া মানে
হলো গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোর তথ্য ভাান্ডারে আমাদের
ওয়েবসাইটের তথ্য মজুদ করে রাখা মূলত একেই আমরা ইনডেক্সিং বলে থাকি।
আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো যদি ইনডেক্স না হয় তাহলে আমাদের পোস্টগুলো
সার্চ ইঞ্জিনে সার্চ করলে সেগুলো দেখাবে না বা সার্চ রেজাল্টে আসবে
নানা অর্থাৎ সার্চ ইঞ্জিনের তথ্যভাণ্ডারে আমাদের পোস্টগুলো
যুক্ত তখনই হবে যখন আমাদের পোস্টগুলো ইনডেক্স হবে। তাই আমাদের
পোস্টগুলো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নাহলে গুগল সহ
অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে আমাদের ওয়েবসাইটে কোন ভিজিটর আসবে না বা
আমাদের পোস্টগুলো কেউ দেখতেই পাবে না।
গুগলে পোস্ট ইনডেক্স করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটকে আগে গুগলে সাবমিট
করতে হয়। গুগলে আমাদের ওয়েবসাইট সাবমিট না করলে আমাদের ওয়েবসাইটের কোন
তথ্য গুগলে দেখাবেনা। তাই আমাদের ওয়েবসাইটকে গুগলে সাবমিট করার
জন্য সর্বপ্রথম গুগল সার্চ কনসোলে গিয়ে আমাদের ওয়েবসাইটটি যুক্ত করতে
হবে। ওয়েবসাইট গুগলে পাবলিশ করার পর গুগল সার্চ ইঞ্জিন আমাদের
ওয়েবসাইটের সকল তথ্য বা ডাটা তাদের তথ্যভাণ্ডারে মজুদ রাখে। এরপর আমাদের
ওয়েবসাইটের গুণগত মান অনুযায়ী সার্চ র্যাংকিং এবং সার্চ
অ্যালগরিদমে সাজিয়ে রাখার কাজটি ইনডেক্সিং এর মাধ্যমে হয়ে থাকে।
কিন্তু এই পুরো কাজটি কোন মানুষ দ্বারা করানো হয় না বরং করানো হয়
সম্পূর্ণভাবে গুগল বট বা রোবটের সাহায্যে। গুগল বট বা রোবট হলো এক
ধরনের সফটওয়্যার। মূলত ওয়েব ট্রাফিকের প্রায় ৯৩% আসে সার্চ ইঞ্জিন গুলো
থেকে এবং গুগল এর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন
হওয়ায় সকলে চেষ্টা করে গুগলের সার্চ র্যাংকে তাদের ওয়েবসাইট বা পোস্ট
কে নিয়ে যাওয়ার এবং ইনডেক্সিং এর মাধ্যমে এ কাজটি সম্পন্ন হয়
বলে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট বা পোস্ট ইনডেক্স হাওয়া একটি গুরুত্বপূর্ণ
ধাপ।
গুগল সার্চ ইঞ্জিনে ক্রলিং কি
যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে ইনডেক্স হাওয়া এবং না
হওয়া নিয়ে কথা বলছি সে ক্ষেত্রে আমাদের গুগল সার্চ ইঞ্জিনে ক্রলিং
কি সে বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে। সার্চ ইঞ্জিন ক্রলার মূলত
হলো এক ধরনের সফটওয়্যার। এটিকে রোবট বট বা স্পাইডার হিসেবে নাম দিয়েছে
গুগল সার্চ ইঞ্জিন। এই ক্রলার মূলত কাজ হলো এটি গুগলের সকল
নতুন এবং পুরাতন ওয়েবসাইট ঘুরে ঘুরে সেখান থেকে বিভিন্ন তথ্য
সংগ্রহ করে। সুতরাং ক্রলার হলো অনলাইন বা গুগল সার্চ ইঞ্জিন
থেকে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য সংগ্রহকারী এক ধরনের সফটওয়্যার।
ক্রলারের প্রথম কাজ হলো নতুন ওয়েবসাইটে প্রবেশ করে সে ওয়েবসাইটের
পোস্টগুলো সে পড়ে এবং ডেটা এনালাইসিস করে এবং ডেটা এনালাইসিস করার পর সেগুলো
ইনডেক্স হওয়ার জন্য পাঠিয়ে দেয় ডেটা সেন্টারে। ক্রলার কোন পোস্টকে
ডাটা সেন্টারে পাঠানোর পরে গুগল বট সেই পোস্টকে আবার ভালোভাবে পুরোটা
স্ক্যান করে স্ক্যান করার পরে বট সে পোস্টের সার্চ র্যাঙ্কিং নির্ধারণ
করে। এরপর আমরা যখন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন সার্চ
ইঞ্জিনের তথ্য ভান্ডার থেকে বিভিন্ন পোস্টের র্যাঙ্ক অনুসারে আমাদের সামনে
পোস্টগুলো সাজানো থাকে।
এখন এক্ষেত্রে আমরা যদি কিছু নিয়ম নীতি মেনে আমাদের পোস্টগুলো না লিখি তাহলে
আমাদের পোস্টগুলো গুগলে ইনডেক্স হবে না এবং সার্চ ইঞ্জিনেও তা শো করবে
না। কারণ গুগল যেকোনো পোস্ট র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কিছু র্যাঙ্কিং
ফ্যাক্টর দিয়ে থাকে আমরা যদি সেই রাঙ্কিং ফ্যাক্টরগুলো মেনে আমাদের পোস্টগুলো
লেখি তাহলে আমাদের পোস্টগুলো ইনডেক্স হওয়ার পাশাপাশি গুগল সার্চ ইঞ্জিনেও
র্যাঙ্ক করবে।আমাদের যাদের নতুন ওয়েবসাইট রয়েছে তাদের পোস্ট লেখার ক্ষেত্রে
একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ নতুন ওয়েবসাইট হিসাবে আমরা যদি
মানসম্মত কনটেন্ট পোস্ট না করি অথবা ডুপ্লিকেট কন্টেন্ট পাবলিশ
করি তাহলে গুগল বট এবং ক্রলার খুব সহজেই তা ধরে ফেলবে এবং
কখনোই আমাদের পোস্টকে গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে না।
তাই আমরা যদি আমাদের ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করার পর নিয়ম-নীতি
মেনে কন্টেন্ট লিখি, ভালো ও মানসম্মত পোস্ট লিখি, বড় বড় ভালো মানের
ওয়েবসাইট থেকে যদি ব্যাকলিংক পাই, আমাদের ওয়েবসাইটের থিম এবং লেআউট যদি ইউজার
ফ্রেন্ডলি হয় পাশাপাশি ওয়েবসাইটির স্পিড যদি ভাল হয় এবং ডুবলিকেট
কনটেন্ট বা এআই রিটেন কন্টেন না থাকে তাহলে তা অবশ্যই গুগলে ইনডেক্স হবে বলে আশা
করা যায়।
গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করা
আমরা যদি আমাদের নতুন ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে ইনডেক্স করতে চাই তাহলে অবশ্যই
সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। কারণ
গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট না করলে আমাদের ওয়েবসাইটের কোনো
ইনফরমেশন সম্পর্কে গুগল বট বা ক্রলার জানতে পারবে না। মূলত সার্চ
কনসোলে সাবমিট করার মাধ্যমে আমরা নতুন কোন ওয়েবসাইটকে গুগলের সার্চ
ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দিই যার ফলস্বরূপ গুগল বট আমাদের
ওয়েবসাইট সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারে এবং ইনডেক্স করাতে দ্রুত
সাহায্য করবে। তাই গুগল সার্চ কনসোলে সাবমিট না করা পর্যন্ত আমাদের
ওয়েবসাইটের পোস্ট কখনোই গুগলে ইনডেক্স বা র্যাঙ্ক করবে না
গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার জন্য আমাদের ওয়েবসাইটের
সাইটম্যাপ গুগল সার্চ কনসোলে যুক্ত করতে হয়। গুগল ছাড়াও অন্যান্য সার্চ
ইঞ্জিনে আমাদের পোস্টগুলো ইনডেক্স বা শো করার জন্য অন্যান্য সার্চ
ইঞ্জিনেও সাইট ম্যাপ সাবমিট করতে হবে। গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট
সাবমিট করার পরে অবশ্যই নিয়মিত অন্তত একটি করে পোস্ট লেখার উচিত তা না হলে
গুগল ধীরে ধীরে ওয়েবসাইট ডাউন করে দিতে পারে র্থাৎ সার্চ
র্যাংক কমিয়ে দিতে পারে। আবার গুগলে ওয়েবসাইট সাবমিট করার পর যদি
ওয়েবসাইটে আমরা ডুপ্লিকেট কোন কন্টেন্ট বা এআই রিটেন কোনো কন্টেন্ট পাবলিশ করি
এবং গুগল সেটা আইডেন্টিফাই করতে পারে তাহলে আমাদের ওয়েবসাইটকে ব্লক বা ব্যান্ডও
করে দিতে পারে।
সুতরাং গুগলে ওয়েবসাইট সাবমিট করার পূর্বে অবশ্যই আমাদের সতর্ক হয়ে সাবমিট করতে
হবে। সাবমিট করার পূর্বে আমাদের ওয়েবসাইটে যেন কোনো ডুপ্লিকেট বা এআই রিটেন
কন্টেন্ট না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কোন জিনিস যদি আমরা কপি বা পাইরেসি
করে থাকি এবং গুগল যদি সেটা ধরতে পারে তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য
একটি বড় সমস্যার কারণ হতে পারে। পোস্ট লেখার জন্য গুগলের কিছু নীতিমালা
রয়েছে আমাদের সেই নীতিমালা গুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এর মধ্যে কিছু
নীতিমালা এখানে উল্লেখ করা হলো
-
বিপদজনক বা অবৈধ কার্যকলাপ এরকম বিষয়ে কন্টেন্ট বা পোস্ট লেখা যাবে না
- কোন জায়গা থেকে কপি বা ডুপ্লিকেট কনটেন্ট লেখা যাবে না
- প্রতারণামূলক কোন কন্টেন্ট দেখা যাবে না
-
ভুল তথ্য বা বিভ্রান্তি সৃষ্টি হয় এরকম বিষয় নিয়ে কনটেন্ট লেখা যাবে না
- কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না
- ফিশিং বা স্প্যাম করা যাবে না
- এছাড়াও আমাদের প্রত্যেককে যাতে ভাইরাস ও ম্যানুয়ালে কেউ আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া আরও বেশ কিছু নীতিমালা রয়েছে। এ সকল নীতিমালা মেনে যদি আমরা পোস্ট
লিখি তাহলে আশা করা যায় আমাদের পোস্ট অবশ্যই ইনডেক্স হবে এবং গুগল সার্চ
ইঞ্জিনেও র্যাঙ্ক করবে। আর উপরের বিষয়গুলো বা নীতিমালা মেনে যদি আমরা
কনটেন্ট বা পোস্ট না লেখি তাহলে গুগল যে কোন সময় আমাদের ওয়েবসাইট সহ পুরো
পোস্টটা ডিলিট, ব্লক এমনকি ব্যান্ড করে দিতে পারে যার ফলস্বরূপ
ওয়েবসাইট থেকে আমাদের আর কোন ইনকামও আসবে না। তাই নীতিমালা ভঙ্গ
করে কনটেন্ট লিখে থাকলে আমাদের উচিত যত দূরত্ব সম্ভব তা মুছে ফেলা।
গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কিছু কারণ
এইবার আসা যাক নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল
সমাধান সম্পর্কে। এখন আমরা বেশ কিছু কারণ এবং বিষয় নিয়ে আলোচনা করব
যেসব কারণে নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না এবং পরবর্তী
ধাপে সেই সমস্যাগুলো এক এক করে সমাধান করার চেষ্টা করব।মূলত নতুন
ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কয়েকটি প্রধান কারণ
রয়েছে আমরা এখন কয়েকটি প্রধান কারণগুলো সম্পর্কে আলোচনা করবো।
আমাদের অনেকের ওয়েবসাইট গুগলে ইনডেক্স হয় না এর কয়েকটির মধ্যে একটি
প্রধান কারণ হলো ওয়েবসাইটের robots.txt ফাইলে ভুল থাকা। আমাদের
ওয়েবসাইটের robots.txt ফাইলে যদি কোন ভুল থাকে তাহলে তা গুগলে ইনডেক্স
হবে না। robots.txt ফাইলে যদি Disallow: / লেখা থাকে তাহলে আমাদের
ওয়েবসাইট গুগলে ইনডেক্স হবে না। এছাড়াও আমাদের ওয়েবসাইটে যদি
নোইনডেক্স ট্যাগ থাকে তাহলে সে ক্ষেত্রেও যে পোস্টে বা
পেজে নোইনডেক্স ট্যাগ থাকবে সে পোস্ট বা পেজটি ইনডেক্স
হবে না। অর্থাৎ আমাদের কোন পোষ্টের <head> সেকশনে যদি <meta
name="robots" content="noindex"> থাকে তাহলে সেই পোস্ট বা পেজটি আমাদের
গুগলে ইনডেক্স হবে না।
গুগল সার্চ কনসোলে সাইট সাবমিট না করা বা সাইট ম্যাপ যুক্ত করতে ভুল
করা। যদি আমরা আমাদের ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট না
করি এবং সাইট ম্যাপ যুক্ত করার সময় ভুল করে থাকি তাহলে গুগল
সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো ইনডেক্স হবে না। এছাড়াও
যদি আমরা কোন ডুপ্লিকেট কনটেন্ট বা কপি কনটেন্ট নিয়ে পোস্ট লিখি অথবা
এআই থেকে হেল্প নিয়ে বা কপি করি তাহলে সে ক্ষেত্রেও আমাদের
পোস্টটি গুগল শনাক্ত করে ইনডেক্স নাও করাতে পারে। পাশাপাশি ভালো
এবং বড় কোন ওয়েবসাইট থেকে ব্যাক লিংক না পাওয়া।
এছাড়াও নিয়মিত কন্টেন্ট না লেখা এবং পোস্ট না করা, ভালো ও
মানসম্মত কনটেন্ট না লেখা গুগলের নিয়ম নীতি ভঙ্গ করে কন্টেন
লেখা এবং ওয়েবসাইটের থিম এবং লেআউট ইউজার ফ্রেন্ডলি না হওয়া মূলত এই
কয়েকটি প্রধান কারণে নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না। চলুন
এবার জেনে নেওয়া যাক এই প্রধান কয়েকটি সমস্যার সমাধান।
ওয়েবসাইটের robots.txt ফাইল জনিত সমস্যা ও সমাধান
নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার প্রধান কয়েকটি সমস্যার মধ্যে
একটি বড় সমস্যা হলো ওয়েবসাইটের robots.txt ফাইল ভুলভাবে যুক্ত
করা। আমরা আগেই আলোচনা করেছি আমাদের ওয়েবসাইটের robots.txt ফাইল যদি
ভুল ভাবে যুক্ত করা হয় এবং সেখানে Disallow: / লেখা থাকে তাহলে আমাদের
ওয়েবসাইটের কোন কিছু ইনডেক্স হবে না। তাই আমাদের অবশ্যই জানতে হবে
robots.txt ফাইল সঠিকভাবে কিভাবে যুক্ত করা যায়। নিচে ছবির সাহায্যে
robots.txt ফাইল সঠিকভাবে যুক্ত করার উপায় দেখিয়ে দেয়া হলো।
সর্বপ্রথম আমাদের ব্লগার এ প্রবেশ করে সেটিংস নামে অপশনটি আছে সেখানে যেতে
হবে।
এরপর সেটিংস এ প্রবেশ করে একটু নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করে
Crawlers and indexing এই অপশনে আসতে হবে।
Crawlers and indexing এই অপশনে আসার পর আমাদের Enable custom robots.txt এবং
Enable custom robots header tags এই দুটি অপশন চালু করে দিতে হবে। এবং Custom
robots.txt এই ফাইলটি যুক্ত করতে হবে। ফাইলটি যুক্ত করার জন্য
প্রথমে Custom robots.txt ওখানে চাপ দিতে হবে।
এরপর “User agent: *” এই লেখাটি যেভাবে আছে সেভাবে থাকবে অনেকেই এই জায়গায় “*”
এই স্টার চিহ্ন টা বাদ দিয়ে গুগল সার্চ কনসোল (Google Search console)
এটি লিখে দেয়। কিন্তু এটা লিখার ফলে এবং “*” এই স্টার চিহ্নটা
বাদ দেওয়ার ফলে গুগল ছাড়া অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন বিং
বা ইয়াহুতে তাদের ওয়েবসাইট ইনডেক্স হয় না। তাই আমাদের এই জায়গায়
“User agent: *” এই লেখাটির রাখা উচিত। এবং এরপর “User agent: *” এই
লেখাটির নিচে যেন Allow লেখা থাকে তা খেয়াল রাখতে হবে এখানে
Disallow থাকলে আমাদের ওয়েবসাইটের কোন কিছুই সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে
না।
এরপর আমাদের দুইটি সাইট ম্যাপ যুক্ত করতে হবে যেভাবে ছবি দেওয়া
আছে। এখানে সাইট ম্যাপ যুক্ত করার ক্ষেত্রে অবশ্য সাবধানতা অবলম্বন
করতে হবে এবং যেভাবে দেয়া আছে সেভাবেই যুক্ত করতে হবে। এখানে www. এর
পরে আপনার ডোমেইন নামটি দিবেন। উপরে বর্ণিত নিয়ম অনুসারে robots.txt
ফাইল যুক্ত করলে robots.txt ফাইল জনিত ইনডেক্স না
হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে।
নোইনডেক্স ট্যাগ জনিত সমস্যা ও সমাধান
আমাদের ওয়েবসাইটে যদি নোইনডেক্স ট্যাগ অর্থাৎ আমাদের ওয়েবসাইটের পোস্টের
<head> সেকশনে যদি <meta name="robots" content="noindex"> থাকে
তাহলে সেই পোস্ট বা পেজটি আমাদের গুগলে ইনডেক্স হবে না। তাই আমাদের <head>
সেকশনে যেন নোইনডেক্স ট্যাগ না থাকে তা নিশ্চিত করতে হবে। এর জন্য
আমাদের পেজের সোর্স কোড পরীক্ষা করে দেখতে হবে। তার জন্য আমাদের প্রথমে
ব্লগারের সেটিং অপশনে গিয়ে নিচে স্ক্রল করে Crawlers and
indexing এই অপশনে আসতে হবে।
এই অপশনে আসার পর পোস্ট এন্ড পেজ ট্যাগস এখানে ক্লিক করতে হবে। ক্লিক
করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে
এখানে যেন নোইনডেক্স ট্যাগ অন করে না থাকে তা খেয়াল রাখতে
হবে এবং all ও noodp এই দুটি অপশন যেন অন থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এখানে
যদি সমস্ত অপশন গুলো ঠিক থাকে তাহলে নোইনডেক্স ট্যাগ জনিত
ইনডেক্সের সমস্যার হবে না।
ওয়েবসাইটের সাইট ম্যাপ জনিত সমস্যা ও সমাধান
অনেক সময় আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপে সমস্যা থাকে অথবা সাইট ম্যাপ সাবমিট
করার সময় কিছু ভুল হয় সাইট ম্যাপ সঠিকভাবে সাবমিট করা না হলে আমাদের
পোস্টগুলো গুগলে ইনডেক্স হয় না। সাইট ম্যাপ সঠিকভাবে যুক্ত আছে কিনা
বা সাইট ম্যাপ সঠিকভাবে যুক্ত করার জন্য আমাদের দুইটি পদ্ধতি অবলম্বন করতে
হবে। প্রথমে আমাদের ব্লগারের সেটিং অপশন এ গিয়ে Crawlers and indexing এই
অপশনে আসার পর প্রথমে Custom robots.txt ওখানে ক্লিক করতে হবে তাহলে
দুটি সাইট ম্যাপ দেখাবে সাইট ম্যাপ গুলো ঠিকভাবে আছে কিনা তা আমাদের যাচাই
করতে হবে না থাকলে নিচে দেখানো ছবি অনুযায়ী দিতে হবে।
ছবিতে যেভাবে দেখানো আছে সেভাবে আমাদের সাইট ম্যাপ যুক্ত করতে হবে এবং www. এর
পরে আমাদের ডোমেইন নামটি দিতে হবে।এখানে দুটি সাইট ম্যাপ ছবিতে দেখানো অনুযায়ী
সঠিকভাবে সাবমিট করা থাকলে সাইট ম্যাপগুলো সাবমিট করা হয়েছে কিনা সেটা চেক করার
জন্য আমরা গুগল সার্চ কোনসোলে চলে যাব। প্রথম আমাদের গুগল সার্চ
কোনসোল ওপেন করতে হবে। এবং গুগল সার্চ কোনসোল ওপেন করার পর সাইট ম্যাপ
নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে।
এরপর সাইট ম্যাপ অপশনে গিয়ে আমাদের আগের মতো পুনরায় সাইট ম্যাপ
দুইটি যুক্ত করতে হবে এবং দেখতে হবে সাইট ম্যাপ দুটি সাকসেসফুল ভাবে যুক্ত
হয়েছে কিনা।
যদি সাইট ম্যাপ দুটি যুক্ত করার পর সাকসেস লেখাটি আসে তাহলে আপনি নিশ্চিন্ত
আপনার সাইট ম্যাপ দুটি সঠিকভাবে যুক্ত হয়েছে। এভাবে যদি আপনি
আপনার সাইট ম্যাপ যুক্ত করেন এবং যুক্ত করার পর যদি সাকসেস লেখা
দেখেন তাহলে নিশ্চিন্ত থাকুন ওয়েবসাইটের সাইট ম্যাপ জনিত সমস্যার
কারণে পোস্ট ইনডেক্স না হওয়ার সমস্যা হবে না।
পোস্ট ইনডেক্স হচ্ছে কিনা তা যাচাই করার উপায়
এতক্ষণ আমরা নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান নিয়ে
বিস্তারিত আলোচনা করলাম এবং না হওয়ার প্রধান প্রধান কারণ গুলো
সম্পর্কেও ধারণা দিলাম। এখন উপরে বর্ণিত পদ্ধতি গুলো অবলম্বন করার পরে
আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো আদৌ ইনডেক্স হচ্ছে কিনা তা যাচাই
করা প্রয়োজন। ইনডেক্স হচ্ছে কিনা এটা আমরা গুগল সার্চ কনসোল
থেকে খুব সহজেই যাচাই করতে পারি। এটা যাচাই করার জন্য সর্বপ্রথম আমাদের
গুগল সার্চ কনসোলে প্রবেশ করতে হবে।গুগল সার্চ কনসোলে প্রবেশ করার পর
আমাদের ইউআরএল ইন্সপেকশন (Url inspection) এই সেকশন প্রবেশ করতে হবে।
ইউআরএল ইন্সপেকশন (Url inspection) এই সেকশনে যাওয়ার পর সার্চবারে
আমরা যে পোস্টটি সম্পর্কে জানতে চাচ্ছি যে সে পোস্টটি ইন্ডেক্স হয়েছে
কিনা সেই পোস্টে ইউআরএলটি সার্চবারে পেস্ট করব।
পোষ্টের ইউআরএলটি পেস্ট করার পরে আমরা যদি সার্চ করি আমাদের সামনে যদি
এরকম একটি ইন্টারফেস আসে যেখানে লেখা থাকবে URL is on Google আমাদের
পোস্টটি সফলভাবে ভাবে ইনডেক্স হয়েছে।
আশা করি উপরের ধাপগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি পোস্ট ইনডেক্স
হয়েছে কিনা তা গুগল সার্চ কনসোলের মাধ্যমে খুব সহজে যাচাই করা যায়। আমরা যদি
নিয়ম মেনে উপরে বর্ণিত ধাপ গুলো সম্পন্ন করি পাশাপাশি প্রতিনিয়ত
মানসম্মত ভালো কনটেন্ট লিখি এবং গুগলে বর্ণিত কোন নীতিমালা ভঙ্গ না
করি তাহলে আশা করা যায় আমাদের সকল পোস্টই ইনডেক্স হবে।
শেষ কথাঃ নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স হয় না কেন সকল সমাধান
আশা করি আমাদের পুরো আর্টিকেলটি পড়ে আপনারা নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স
হয় না কেন সকল সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মূলত নতুন
ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ
রয়েছে। সে কারণগুলো সম্পর্কে যদি আমরা সঠিকভাবে অবগত হয়ে থাকে তাহলে
আমাদের পোস্ট ইনডেক্স না হওয়ার কারণ আমরা খুব সহজেই খুঁজে বের করতে
পারবো। মূলত কয়েকটি প্রধান কারণে আমাদের পোস্টগুলো গুগলে ইনডেক্স হয় না
যেমন robots.txt ফাইল ভুলভাবে যুক্ত করা আমরা যদি আমাদের
ওয়েবসাইটের robots.txt ফাইল ভুলভাবে যুক্ত করি তাহলে আমাদের
ওয়েবসাইটের পোস্টগুলো ইনডেক্স হবে না। আবার যদি robots.txt ফাইলে Disallow লেখা
থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের কোন কিছুই ইনডেক্স হবে
না তাই আমাদের এদিকে লক্ষ্য রাখা উচিত।
পাশাপাশি আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিটে ভুল করা। আমরা যদি আমাদের
ওয়েবসাইটের সাইট ম্যাপ ভুলভাবে যুক্ত করি তাহলে সে ক্ষেত্রেও
আমাদের ওয়েবসাইটের পোস্ট ইনডেক্স হতে সমস্যা হতে পারে। আবার যদি আমাদের
ওয়েবসাইটে নোইনডেক্স ট্যাগ ব্যবহার করে থাকি তাহলে সে ক্ষেত্রেও
আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো ইনডেক্স হবে না। মূলত এই কয়েকটি প্রধান
বিষয় লক্ষ্য করার পাশাপাশি আমরা যদি গুগলের নীতিমালা মেনে পোস্ট লিখি এবং ভাল
মানসম্মত কনটেন্ট লেখার চেষ্টা করি, ডুপ্লিকেট বা এআই রিটেন কনটেন্ট না
লিখি এবং নতুন ওয়েবসাইট হিসাবে নিয়মিত পোস্ট করি তাহলে আশা করা যায়
আমাদের পোস্টগুলো অবশ্যই গুগলে এ ইনডেক্স হবে।
আরও পড়ুনঃ টমেটো খাওয়ার উপকারিতা ও অপকারিতা
আমার মতে নতুন ওয়েবসাইটে গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কয়েকটি কারণ হয়ে
থাকে। এবং সেই কারণগুলো আমরা উপরে ব্যাখ্যাও করেছি। আমরা যদি পোস্ট
লেখার ক্ষেত্রে সেই জিনিসগুলো মাথায় রেখে পোস্ট লিখতে পারি এবং যে যে
বিষয় থেকে বিরত থাকতে বলা হয়েছে সেই বিষয়গুলো থেকে থাকি তাহলে আমার
মতে আমাদের ওয়েবসাইটের পোস্ট অবশ্যই গুগলে ইনডেক্স হবে এবং
পাশাপাশি র্যাঙ্কও করবে। 250945


.jpeg)
.jpeg)




.jpeg)







ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url